ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুর সদরে যুবলীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
লক্ষ্মীপুর সদরে যুবলীগের কমিটি গঠন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।

এ সময় পুনরায় তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুকে আহ্বায়ক, মাহবুবুল হক মাহবুব ও ইসমাইল হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ক্বনক কারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ