ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন

পটুয়াখালী: পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপরে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমের সম্মেলনের উদ্বোধন হয়।

উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, সম্মেলনের মাধ্যমে কর্মীবান্ধব নেতৃত্ব আসবে। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটির সকল কার্যক্রমকে সহায়তা করতে হবে পুরানো কমিটিকে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক ভুইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতি মন্ত্রী আলহাজ অ্যাড. শাহজাহান মিয়া, মাহাবুবুর রহমান এমপি, লুৎফুননেসা এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান টিটুসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, বিভিন্ন উপজেলা, পৌর ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতারা।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩১ জন প্রার্থী পদ প্রত্যাশায় রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ