ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন ১০ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন ১০ সেপ্টেম্বর

লক্ষ্মীপুর: আগামী ১০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করেছে কেন্দ্রীয় কমিটি। সম্মেলনকে ঘিরে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও চাঙ্গা হতে শুরু করেছে।

সোমবার (জুলাই ২৪) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে তথ্য জানা গেছে।

এর আগে ২২ জুলাই (শনিবার) কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক ওই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহীর এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মীপুর জেলা শাখাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্মেলনের সকল প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে ওই চিঠিতে।

২০১৪ সালে ২০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ