ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রামগঞ্জে রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।

জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান রাসেল ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।  

এদিকে, দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের সোনাপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উপজেলা কমিটির আহ্বায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা বাবু ও ছায়েম হোসাইনসহ বিভিন্ন শাখার নেতারা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ