ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

কাজিপুরে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
কাজিপুরে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে এক তরুণীকে যৌন নির্যাতনের মামলায় আটক ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা শান্ত ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম ডন।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সেহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ছাত্রলীগে দুষ্কৃতকারীদের কোনো স্থান নেই। কাজিপুরের ওই দু’ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মেয়ের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হলে তারা তাৎক্ষণিক তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

বুধবার (২ আগস্ট) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় এক তরুণী তার বন্ধুকে নিয়ে কাজিপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

এ সময় ছাত্রলীগের ওই দু’নেতাসহ ছয়জন ওই তরুণীকে ও তার বন্ধুকে আটক করে এবং যৌন নির্যাতনের চেষ্টা করেন। পরে স্থানীরারা তাদের উদ্ধার করে।  এ ঘটনায় তরুণী বাদী হয়ে ছয়জনকে আসামি করে বুধবার রাতেই কাজিপুর থানায় মামলা করেন।

বুধবার রাতে পুলিশ ওই চারজনকে আটক করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করেন। আদালত শুনানি শেষে আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুল ইসলাম ডনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।