ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শোক দিবস উপলক্ষে দিনাজপুরে আ.লীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
শোক দিবস উপলক্ষে দিনাজপুরে আ.লীগের বর্ধিত সভা শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুর: আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর কোতয়ালি আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সন্ধায় শহরের বাসুনিয়াপট্রিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এ সময় সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও কোতয়ালি আ’লীগের সভাপতি মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দিনাজপুর কোতয়ালি আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন।

সভায় বক্তব্য রাখেন- কোতয়ালি আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, কোতয়ালি আ’লীগের নির্বাহী সদস্য আহসান হাবিব, মোস্তফা কামাল, মজিবর রহমান, হাজী আখতারুজ্জামান পলাশ, ইউনিয়ন আ’লীগ নেতা দুলাল উদ্দীন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশরাফুল আলম, কোতয়ালি ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে কোতয়ালি আ’লীগের ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ