ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ছিলেন ইসহাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ছিলেন ইসহাক স্মরণসভা/ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অ্যাডভোকেট এসএম ইসহাক সরকার দলের রাজনীতিতে দুর্দিনের পরীক্ষিত সৈনিক ছিলেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

তিনি বলেন, রাজনীতির কঠিন সময়ে এসএম ইসহাক আওয়ামী লীগের নেতৃত্বে দিয়েছেন। তিনি ছিলেন কর্মীবান্ধব একজন রাজনীতিক।

এমন নেতা দলের জন্য অফুরান প্রেরণার উৎস।

শনিবার (০৫ আগস্ট) বিকেলে শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রয়াত এসএম ইসহাক সরকারের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, আওয়ামী লীগ নেতা আহসান মোহাম্মদ আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ