ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কাপ্তাইয়ে আ’লীগের সদস্য সংগ্রহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
কাপ্তাইয়ে আ’লীগের সদস্য সংগ্রহ কাপ্তাইয়ের আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান।

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ  ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন ছৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খালেকুন নূর সিকদার, দীপ্তিময় তালুকদার, শফিউল আলম খোকন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমাসহ দলীয় নেতা-কর্মীরা।

এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগে কোন দেশ দ্রোহীদের সদস্য করা যাবে না। পার্বত্য চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতো উন্নয়ন হয়েছে,তা কোন সরকার করতে পারে নাই।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ