ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন: হাছান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন: হাছান মাহমুদ বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. হাছান মাহমুদ- ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংবিধান লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে তিনি প্রধান বিচারপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘কারাগারের রোজনামচা: বঙ্গবন্ধু-বাংলাদেশ-উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

সভার প্রধান অতিথি হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান বিপদ বন্যা আর বর্তমান আপদ বিএনপি ও সে দলের প্রধান খালেদা জিয়া। কারণ বিএনপির কোনো নিজস্ব রাজনীতি নেই। অন্যের ঘাড়ের ওপর বসে রাজনীতি করে তারা। যেমন এখন করছে ষোড়শ সংশোধনী নিয়ে। আর তাদের এই অপসংস্কৃতিপূর্ণ রাজনীতিতে সহায়তা করেছেন প্রধান বিচারপতি। তিনি বিএনপির হাতে এই অসৎ রাজনীতির হাতিয়ার তুলে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, প্রধান বিচারপতি স্বাধীনতাবিরোধী মানুষের সঙ্গে গলা মিলিয়ে কথা বলছেন। ’

বিএনপিকে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করে আওয়ামী লীগের এ অন্যতম মুখপাত্র বলেন, ‘বর্তমান জঙ্গিবাদ বা নব্য জেএমবির সবাই হলো জামায়াত-শিবিরের সদস্য। আর তাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি বা খালেদা জিয়া। যার হাতে পোড়া মানুষের গন্ধ থাকে, সেই হাতে কখনও দেশের উন্নয়ন সম্ভব নয়। এই খালেদা জিয়া একসময় হরতাল ও জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করেছেন, এখন আবার ধ্বংসযজ্ঞ চালানোর জন্য লন্ডনে তার ছেলের পরামর্শ নিতে অবস্থান করছেন। ফিরে এসে তা সম্পন্ন করবেন। ’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান ও বর্তমান সময়ে নিঃস্বার্থভাবে দেশ পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাছান মাহমুদ।

আয়োজক সংগঠনের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এমএ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, বাংলাদেশ আওয়ামী সোনার বাংলা লীগের সভাপতি মনির প্রধান, সাধারণ সম্পাদক মো. সম্রাট আকবর সবুজ, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্য সচিব শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।

বক্তারা বলেন, ‘আজও বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে পালিয়ে আছে। খুনিদের বিচারের আওতায় আনা হয়েছে। কিছু খুনির শাস্তি কার্যকর হয়েছে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার বিচক্ষণতার জন্য আমাদের দেশে জঙ্গিবাদের তৎপরতা নির্মূল করা সম্ভব হয়েছে। তাই জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন বা ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাকে আবার ক্ষমতায় আনতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএএম/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ