ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ময়মনসিংহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে ছাত্রলীগের মিছিল

ময়মনসিংহ: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বোরোচিত গ্রেনেড হামলা ও নারকীয় হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর ছাত্রলীগ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরীর জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ।

সমাবেশে তিনি বলেন, জাতিকে পূর্ণ কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের মতো ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদেরও বিচার করতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ