ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির রঙিন খোয়াব ভণ্ডুল হয়ে গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিএনপির রঙিন খোয়াব ভণ্ডুল হয়ে গেছে

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিএনপি আন্দোলন ও ক্ষমতায় যাওয়ার যে ‘রঙিন খোয়াব’ দেখেছিলো তা ভণ্ডুল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।  

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান।

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের হওয়ায় বিএনপি আন্দোলন ও ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব দেখেছিলো। কিন্তু তাদের সেই খোয়াব ভণ্ডুল হয়ে গেছে।

একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, রোকেয়া সুলতানা ও বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ