ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বিশ্বাসী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বক্তব্যে শামীম ওসমান, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বিশ্বাসী। তিনি দুই-এক মাসের জন্য ঠুনকো কোনো উন্নয়ন কাজ করেন না, ঠুনকো কাজ করা পছন্দও করেন না।

পাঁচশ ৫৮ কোটি টাকা ব্যয়ে আগামী মাস সেপ্টেম্বর থেকে ডিএনডি’র দীর্ঘমেয়াদী উন্নয়ন কাজ শুরু হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।  

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় নতুন গ্যাস লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, এ এলাকায় গ্যাসের সমস্যা ছিল। তা আর থাকবে না। আপনাদের গ্যাসের সমস্যার সমাধান করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য ও জালকুড়ি গ্যাস উন্নয়ন কমিটির সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুর মতিন মাস্টার।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইদ্রিস আলী প্রধান, আব্দুল আজিজ দেওয়ান, সাকুর মাস্টার, নাসিক ৭, ৮, ৯নং ওর্য়াডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর রেহানা পারভীন, সিরাজুল ইসলাম শের আলী, আমজাদ হোসেন, ফারুক হোসেন চানু, জামাল উদ্দিন, জেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, আক্তার হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম বাচ্চু, ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ মজিবুর রহমান প্রধান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা মিজানুর রহমান, আমিনুল ইসলাম, সালাহউদ্দিন ও রাসেল শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ