ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে বিএনপির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে বিএনপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুম-খুনের কথা বলছেন? আপনি ব্যবসায়ী জামাল উদ্দিনকে ফিরিয়ে দেন, আমাদের আহসান উল্লাহ মাস্টারকে ফিরিয়ে দিন, আইভী রহমানকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবেন?

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না।

তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না। ২০০১ সালে তারা যখন ক্ষমতায় ছিলো আওয়ামী লীগের শত শত নেতাকর্মী হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবে। কাজেই কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে।

এসময় উদাহরণ টেনে মন্ত্রী বলেন, গুম নিয়ে ‍যারা কথা বলেন, তারাও এক সময় ক্ষমতায় ছিলো। তাদের শাসন আমলে চট্টগ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন। যিনি চট্টগ্রাম জেলার নেতা ছিলেন। তিনি অপহৃত হয়েছিলেন, তখন বিএনপি দোষ চাপিয়ে ছিল আওয়ামী লীগের উপর। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর এই রহস্য উদঘাটন হয়নি। পরে রহস্য উন্মোচন হলো।

ফটিকছড়িতে বিএনপি’র এক নেতা কাশেম তাকে ইটের ভাটায় পুড়িয়ে হত্যা করেছে। তিনি কাশেম পলাতাক। এখন অপহরণ আর গুম নিয়ে যদি কথা বলেন, বিএনপি তো তাদের নেতার গুম হওয়ার বিষয়টারই কোনো জবাব দিতে পারেনি।

বেগম জিয়া ফিরিয়ে দিতে বলেন, আমি বলবো জামাল উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭/আপডেট: ১৪০৬
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ