ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

চান্দিনায় আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
চান্দিনায় আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুজিবুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ওই ইউনিয়নের আ’লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে এক গ্রুপ অভিযোগ করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আহত মুজিবুর ওই ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, আ’লীগ নেতা মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল্লাহ গ্রুপের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান গ্রুপের একটি অর্ন্তদ্বন্দ্ব রয়েছে। সেই রেশ ধরে ইউপি চেয়ারম্যান অহিদুল্লাহ গ্রুপের কর্মী মুজিবুরকে মাধাইয়া বাজারে মারধর করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান গ্রুপের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, আহত মুজিবুর ইউনিয়ন আ’লীগ কার্যালয় ভাঙচুর করেছে। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, একটু হালকা ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।  একজন আহত রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।