ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিশ্ব মানবতা পদদলিত, উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিশ্ব মানবতা পদদলিত, উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ আলোচনা সভায় আ ক ম মোজাম্মেল হক/ ছবি: সুমন শেখ

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব মানববতা যেখানে পদদলিত সেখানে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (সেপ্টেস্বর ২৮) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ওলামা লীগ।

মোজাম্মেল হক বলেন, বার্মায় বর্বরোচিত রোহিঙ্গা নির্যাতন হচ্ছে। শতকরা ৮০ ভাগ নারী ধর্ষণের শিকার হয়েছে। একটি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করতে নির্মমতা চালাচ্ছে। মুসলমান নয়, মানুষ হিসেবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদারতায় মিয়ানমারের সঙ্গে সমস্ত বর্ডার খুলে দেওয়া হয়েছে। যেখানে মানববতা পদদলিত সেখানে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা মুসলমানদের জন্য নেত্রী যা করছেন, তার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করছে বিশ্ব মিডিয়া। তাকে বৃটিশ পত্রিকা ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা দিয়েছে। আমার মতে, তাকে দেওয়ার মতো যথার্থ উপাধি।  
আয়োজক সংগঠকের আহ্বায়ক হাফেজ মওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইনের ভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ