ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সারা দেশ শেখ হাসিনার ওপর আস্থা রাখছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
সারা দেশ শেখ হাসিনার ওপর আস্থা রাখছে বক্তব্য রাখছেন সানজিদা খানম

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদে জিয়ার উদ্দেশে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজিদা খানম বলেছেন, সারা দেশ আজ শেখ হাসিনার ওপর আস্থা রাখছে, আর আপনি বলেন যাবেন না নির্বাচনে; এটা হবে না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়াণগঞ্জের ফতুল্লার দেলপাড়া মাঠে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেগা প্রকল্পের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সানজিদা খানম।  

খালেদা জিয়াকে ‘জঙ্গিরানী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য আরও বলেন, গতকাল জঙ্গিরানী দেশে ফিরেছেন আবার আজকে বলেছেন জননেত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না।

মগের মুল্লুক! কোনো ষড়যন্ত্র চলবে না। কোনো জঙ্গিরানীর স্থান বাংলাদেশে হবে না, তাকে পাকিস্তানে ফিরে যেতে হবে।  

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ২ সপ্তাহের মধ্যেই আপনারা ডিএনডি মেগা প্রকল্পের কাজ দেখতে পারবেন। আগামী ২ বছরের মধ্যে জলাবদ্ধতা কমে যাবে। পদ্মাসেতু, মধ্যম আয়ের দেশ, রোহিঙ্গা সমস্যাসহ সব সমস্যার সমাধানে আমাদের নেত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে আমরা অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে পরিণত হবো।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ