ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আন্দোলনের হুমকি-ধমকিতে আ’লীগ ভীত নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আন্দোলনের হুমকি-ধমকিতে আ’লীগ ভীত নয়

সিরাজগঞ্জ: বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো প্রকার হুমকি-ধমকিতে ভীত নয়।’

শনিবার (২১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায় পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে।

অতীতের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যা‍ৎ করে দেবে। ’

নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আগামী নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করতে হবে। আওয়‍ামী লীগ জনগণের দল, জনগণের ভালোবাসা নিয়ে ও মন জয় করে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সরকার গঠন করবে। ’

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌরমেয়র নিজাম উদ্দিন, গান্ধাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যুবলীগ সভাপতি লুৎফর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ