ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘রাজনীতি করি জনগণের সেবা করার জন্য’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘রাজনীতি করি জনগণের সেবা করার জন্য’  পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

কুমিল্লা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস, রাজনীতি করি জনগণের জন্য, মানুষের সেবা করার জন্য। তাই তাদের কাছে গিয়ে খোঁজখবর না নিলে কিভাবে হবে? তাদের দ্বারে দ্বারে গিয়ে সমস্যার কথা শুনতে হবে। সমাধানের চেষ্টাও করতে হবে। 

তিনি বলেন, জনগণের উন্নয়নই দেশের উন্নয়ন। তাদের কষ্টের টাকায় দেশ চলে, সরকার চলে, দেশের উন্নয়ন সামনের দিকে অগ্রসর হয়।

তাই তাদের খোঁজখবর রেখে তাদের কথা শোনা আর সেবা করাই রাজনীতির প্রধান দায়িত্ব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী উপজেলার দোলখাড় ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকার মানুষেরাও তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগের কথা মন্ত্রীকে জানান। জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনেন তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।  

পরিকল্পনা মন্ত্রী উপজেলার দৌঁলখাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কাশিপুর স্কুলে নারী সমাবেশে অংশ নেনে।  

এ সময় মন্ত্রী বলেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। বিশ্ব সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছেন। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকারসহ বর্তমান সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্য নারী। রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। আপনাদেরও রাজনীতিতে পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি করতে হবে, উন্নয়নের জোয়ারে শামিল হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।  

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ মো. আবু  ইউসুফ, নাঙ্গলকোট পৌর মেয়র মো. আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ