ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার বাঁ থেকে রিশাদ, রাজীব ও অর্ক

জবি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ থেকে ৩ কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- জবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিসাদুল ইসলাম রিসাদ, জবি শাখা ছাত্রলীগ কর্মী সুজন দাস অর্ক (সপ্তম ব্যাচ, ফিন্যান্স বিভাগ) এবং রাজিব বিশ্বাস (১১তম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ)।

শনিবার (২৮ অক্টোবর) রাতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন শেখ রাসেল।

জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন শেখ রাসেল বাংলানিউজকে বলেন, ‘আমরা দীর্ঘদিন পর জবি ছাত্রলীগের কমিটি পেয়েছি। সবাই একটি ভালো পরিবেশে ছিলাম। কিন্তু এরই মধ্যে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি’।

তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় এই ৩ জনকে বহিষ্কারের বিষয়টি আমাদের অবহিত করেছেন। যারাই এ রকম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বহিষ্কার করা হবে’।

এ বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ছাত্রলীগে এসে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার নাই’।

এর আগে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগ কর্মীরা। শনিবার দুপুরের এই সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষে জড়িত থাকার দায়ে রাতে তিন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ডিআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ