ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘নির্বাচনে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যাপার’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
‘নির্বাচনে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যাপার’

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যাপার; জনগণের কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই, বিকল্প হবে না।

নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।  

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  

নাসিম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন। এ দেশ আর কোনোদিন একাত্তরের ঘাতকের হাতে শাসিত হবে না। এটা করতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ হবে আওয়ামী লীগের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, তার (শেখ হাসিনা) নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করে কৃষক, শ্রমিক ও বাংলার জনগণকে বাঁচিয়েছি। গ্রামেগঞ্জে কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছি, স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মাসেতু করছেন, জঙ্গি দমন করেছেন। ইনশাল্লাহ.., আগামী নির্বাচনে শেখ হাসিনাই বিজয়ী হবেন। এর কোনো বিকল্প নেই, বিকল্প হতে পারে না।  

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ