ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

কর্মসূচির নামে জ্বালাও-পোড়ও করেছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কর্মসূচির নামে জ্বালাও-পোড়ও করেছে বিএনপি

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এলে তাদের স্বাগত জানানো হবে, তাদের কোনো কর্মসূচিতে বাঁধা দেয়া হবে না। কিন্তু অতীতে বিএনপি কর্মসূচির নামে সারাদেশে ভাঙচুর, জ্বালাও-পোড়ও ও মানুষ হত্যা করেছে। এ কারণে সরকার সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে ব্যবস্থা নিয়েছে। 

বুধবার (০১ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বাস মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি নেত্রী লন্ডন থেকে দেশে ফিরে কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ দিতে।

তবে ত্রাণ দিতে যাওয়ার নামে শো-ডাউন করেছেন তিনি। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথেও শো-ডাউন করেছেন। সরকার তো তাকে বাধা দেয়নি। কিন্তু কক্সবাজার থেকে ফেরার পথে তারা নিজেরাই গাড়িতে আগুন দিয়েছে, বোমা মেরেছে, সাংবাদিকদের গাড়িতে হামলা করেছে। তারা সেই পুরনো চেহারায় ফিরে যাচ্ছে।  

তারা জ্বালাও-পোড়াও করতে চাইলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি।

এসময় জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।