ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচ‌নে ফেল করবে বিএন‌পি: কা‌দের

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নির্বাচ‌নে ফেল করবে বিএন‌পি: কা‌দের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজারের চ‌কো‌রিয়া থে‌কে: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‌বিএন‌পি নির্বাচন ও আ‌ন্দোলন দু’টি‌তেই ফেল ক‌রে। আগামী নির্বাচ‌নেও ইনশাআল্লাহ আমরা (আওয়ামী লীগ) জয়ী হবো, বি‌এন‌পি ফেল কর‌বে। 

শ‌নিবার (০৪ নভেম্বর) রাত সা‌ড়ে ৮টায় চকো‌রিয়া উপ‌জেলা সদ‌রে পথসভায় তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের ব‌লেন, ‘বিএন‌পি নির্বাচ‌নে না এ‌লে তা‌দের অবস্থা মুস‌লিম লী‌গের ম‌তো হ‌বে।

তারা আন্দোল‌ন ও নির্বাচ‌নে ফেল ক‌রে। আগামী নির্বাচ‌নেও বিএন‌পি ফেল কর‌বে। ’ 

তিনি বলেন, পাব‌লিককে অখু‌শি ক‌রে শেখ হা‌সিনা আ‌ন্দোলন ক‌রেন না। ‌রাস্তা বন্ধ আর জনদুর্ভোগ সৃষ্টি করে আওয়ামী লী‌গের সমা‌বেশ হ‌চ্ছে না।  তবু প‌থে প‌থে নে‌মে এ‌সে‌ছেন হাজার হাজার মানুষ।  

‘রাস্তা বন্ধ ক‌রে সমা‌বেশের রাজনী‌তি আমরা ক‌রি না। রাস্তার পা‌শে আমরা সমা‌বেশ কর‌ছি। রাস্তার দুইধা‌রে শৃঙ্খলাবদ্ধভাবে নারী-পুরুষ সমানভা‌বে যোগ দিয়েছেন সমাবেশে। ’ 

আরও পড়ুন>>
** 
‘বিশ্বমিডিয়ায় দেখাতে সাংবাদিকদের ওপর বিএনপির হামলা’
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ