ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঝালকাঠি-বরিশালে আ’লীগের মিছিল-সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ঝালকাঠি-বরিশালে আ’লীগের মিছিল-সভা অনুষ্ঠিত ঝালকাঠি-বরিশালে আ’লীগের মিছিল-সভা অনুষ্ঠিত

ঝালকাঠি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ায় ঝালকাঠি ও বরিশালে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে বারচালায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. রশিদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

অপরদিকে একই কারণে বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এদিন বিকেলে নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ