ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইমন হত্যার দায়ে ছাত্রলীগের প্রতীকী অনশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ইমন হত্যার দায়ে ছাত্রলীগের প্রতীকী অনশন প্রতীকী অনশন

যশোর: যশোরেরর চৌগাছায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর থেকে চৌগাছা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, ছাত্রলীগ নেতা রিংকু, হাশেম আলী, মিকাইল হোসেন, সৌরভ রহমান বিপুল প্রমুখ।

প্রতীকী অনশন থেকে অবিলম্বে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পরে চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান উপস্থিত হয়ে ফলের জুস পান করিয়ে এ অনশন ভাঙান।

বাংলা‌দেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ন‌ভেম্বর ০৯, ২০১৭
ইউজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ