ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে যুব মহিলা লীগের কর্মীসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
লক্ষ্মীপুরে যুব মহিলা লীগের কর্মীসভা লক্ষ্মীপুরে যুব মহিলা লীগের কর্মীসভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনের এ সভার আয়োজন করা হয়।  

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আশ্রাফুন নেছা।

 

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুব মহীলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা তনমি, সদস্য নাসিমা ইসলাম বেবী, নিলুফার ইয়াসমিন ইতি, জেলা সভাপতি রেহানা আক্তার রুবি ও সাধারণ সম্পাদক তাছলিমা অক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য তৃণমূলে তুলে ধরতে হবে। তৃণমূলে সরকারের আস্থা বাড়াতে হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ