ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

কু‌ড়িগ্রাম: বর্ণাঢ্য আয়োজনের ম‌ধ্যে‌দি‌য়ে কুড়িগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়ে‌ছে।

শ‌নিবার (১১ ন‌ভেম্বর) সকা‌লে আওয়ামী যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

প‌রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দলীয় কার্যাল‌য়ে কেক কাটার পর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলালসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ন‌ভেম্বর ১১, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ