ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় নানা আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় নানা আয়োজন র‌্যালি, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কেক কাটা হয়।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবলীগ নেতাকর্মীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সারওয়ার হোসেন বাবু। সভাপতিত্ব করেন তিতাস উপজেলা
যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ