ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

২৭ ইউ‌নিয়নে মমতাজের পথসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
২৭ ইউ‌নিয়নে মমতাজের পথসভা মমতাজ বেগম

মা‌নিকগঞ্জের ইউ‌নিয়নে ইউ‌নিয়নে ঘুরে পথসভা শুরু করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম। নিজের সংসদীয় আসনের ২৭টি ইউ‌নিয়নে ধারাবা‌হিকভাবে পথসভায় সরকারের উন্নয়ন কার‌্যক্রম তুলে ধরবেন তি‌নি।

শ‌নিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংসা গ্রামের মহিলাদের নিয়ে পথসভা করেন মমতাজ।

পথসভায় তিনি বলেন, সরকার গ্রাম পর্যায়ে উন্নয়নে মনোযো‌গী।

গ্রামে গ্রামে ডি‌জিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে। সরকার আগামী নির্বাচনেও ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নকে আরও এ‌গিয়ে নেবে। এজন্য গ্রাম পর্যায়ে এখনই দলের প্রচার-প্রচারণা বাড়াতে হবে।

সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পথসভা ছাড়াও কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মমতাজ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ