ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পরীক্ষা কেন্দ্রের সামনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
পরীক্ষা কেন্দ্রের সামনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার কমলনগরের জেডিসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে উচ্চ শব্দে মাইক বাজিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে ও আনন্দ মিছিল করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবলীগ। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

শনিবার   (১১   নভেম্বর)   গণিত   পরীক্ষা   চলাকলে   কমলনগর জেডিসি পরীক্ষার কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ শাখা ও মডেল প্রাইমারি স্কুল পরীক্ষা কেন্দ্র এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  

স্থানীয় সূত্র জানায়, কমলনগরের ওই পরীক্ষা কেন্দ্রের সামনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত এ কর্মসূচিতে যোগ দিতে সকাল ১০টা থেকেই বিভিন্ন   ইউনিয়নের   নেতা-কর্মীরা   মিছিল নিয়ে কার্যালয়ে জড়ো হতে থাকেন।  

পরে   সকাল   ১১ টার দিকে সব ইউনিটের মিছিল এক হয়ে ঢাক-ঢোল পিটিয়ে, সানাই   বাজিয়ে   আনন্দ   মিছিল  করেন তারা। মিছিলটি হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে দুপুর ১২টা পর্যন্ত সভা চলে।  

এ সময় নেতা-কর্মীরা পরীক্ষা কেন্দ্র ঘেঁঘা মাঠে মোটরসাইকেল পার্কিং করেন। পরীক্ষা   চলাকালে ঢোক-ঢোলের   শব্দ,   সানাইয়ের   সুর   ও মোটরসাইকেলের   হর্ণে   পরীক্ষার্থীদের   পরীক্ষায় মনোযোগের বিঘ্ন ঘটে।  

চর   ফলকন   সিদ্দিকীয়া   দাখিল   মাদ্রাসার   জেডিসি পরীক্ষার্থী   সুরমা বলেন, পরীক্ষার সময় বিকট আওয়াজে ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি। মনযোগ নষ্ট হওয়ায় অংক পরীক্ষা খারাপ হয়েছে।  

একই কথা জানিয়ে ওই মাদ্রাসার পরীক্ষার্থী রেহানা   ও   মারজাহান বলেন, আমরা তাদের কাছে এমন পরিস্থিতি আশা করিনি।  

কমলনগর পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা মাকছুদুর রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।  

এদিকে বিষয়টি শোনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।  

যোগাযোগ করা হলে কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী বাংলানিউজকে বলেন, পরীক্ষা আছে বিষয়টি মাথায় ছিলো না। পরে জানতে পেরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি। বাইরের মাইকও বন্ধ রাখি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ