ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ

রাঙামাটি: কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। সেদিনের ভাষণটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলো বলে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যর স্বীকৃতি পাওয়ায় জেলা কৃষকলীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দীপংকর বলেন, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৪৫ সালের জুন মাসে গেটিসবাগে জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তা ছিলো বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। কিন্তু ওইদিন আমেরিকার আকাশে কোনো ভয়াবহ পরিস্থিতি ছিলোনা। আর ১৯৭১ সালের ৭ মার্চের দিন ছিলো উত্তপ্ত পরিস্থিতি। যেকোনো মুহর্তে পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করতে পারতো। ওই সময়ে বঙ্গবন্ধু জাতির উদ্দেশে এমন গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে জাতিকে মুক্তির পথ উপহার দিয়েছেন।

জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকরের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ