ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনকে ঘিরে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে: কাদের 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
নির্বাচনকে ঘিরে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে: কাদের  বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

রংপুর: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে পরিস্থিতি খারাপ করতে একটি মহল নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যারা এ ধরনের ষড়যন্ত্র করছে তারা বোকার রাজ্যে বাস করছে।

কেউ এ ধরনের অপকর্ম করে নির্বাচনকে বানচাল করতে পারবে না।  

হামলার শিকার রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া পরিদর্শনকালে রোববার (১৯ নভেম্বর) দুপুরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন সময় দেশের নানা অঞ্চলে যেসব হামলা ঘটেছে- সব ঘটনায় যারা জড়িত তারা যতো প্রভাবশালী-ই হোক না কেন কেউ-ই রেহাই পাবে না।  

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নগদ আর্থিক সহায়তা দেন ওবায়দুল কাদের।  
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ