ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শেকৃবিতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
শেকৃবিতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে, বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সম্মেলনে প্রধান অতিথি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের উপস্থিতিতে বিশেষ অতিথি ছিলেন- শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

শেকৃবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হেসাইন, সহ-সভাপতি চৈতালী হালদার চৈতী ও উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ