ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

৭ই মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূলমন্ত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
৭ই মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূলমন্ত্র পঞ্চগড় মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের চেতনা ও মূলমন্ত্র। এ ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শ্রেষ্ঠ ভাষণ।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকাস্থ পঞ্চগড় কল্যাণ সমিতি আয়োজিত পঞ্চগড় মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি স্বাধীন বাংলাদেশ।

জতিসংঘের ইউনেস্কো ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করেছে। এ স্বীকৃতি বাঙালি জতির অহংকার ও মহান গৌরবের।  

সংগঠনের সভাপতি পুতুল চন্দ্র বর্মণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন, অধ্যাপক ড. এএস এম মাকসুদ কামাল, ছাত্রনেতা আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ