ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নতুন কমিটির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
নতুন কমিটির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন মানববন্ধনে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের একাংশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় তারা নতুন কমিটির দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধরণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ‘সদয়’ দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী ব্যক্তিকে ছাত্রলীগের নেতৃত্বে আনার দাবি জানান শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ