ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের দাবি বিক্ষোভ-মিছিল

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)  দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়।  

মিছিলটি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে পতাকা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক করিমুল হক কনক ক্বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা কিনান জোবায়ের শুভ প্রমুখ।  

সমাবেশে বক্তারা বিদেশে অর্থ পাচারকারী, এতিমদের অর্থ আত্মসাতকারী খালেদা জিয়া ও আন্তর্জাতিক তালিকাভুক্ত দুর্নীতিবাজ তারেক রহমানকে গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ