ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আলফাডাঙ্গায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
আলফাডাঙ্গায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রচারণা নির্বাচনী সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর (শুক্রবার)। এরইমধ্যে নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী করতে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আরিফুর রহমান দোলন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আরিফুর রহমান দোলন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসানের পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।

সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে দোলন বলেন, ‘যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ করেন, তাহলে দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্তের সমর্থন করতে হবে। ’

নৌকার প্রার্থীদের পরাজিত করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কতিপয় বিপথগামী মানুষ নৌকার প্রার্থীকে পরাজিত করতে কাজ করছে। নৌকাকে পরাজিত করলে ভবিষ্যতে এ এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে অবশ্যই বিজয়ী করতে হবে। ’

২ নম্বর গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাফিজ উদ্দিন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান ইকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ