ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

বগুড়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
এতে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার, ছাত্রলীগ নেতা আসলাম সেখ, মীম পোদ্দার, মোজাম্মেল হোসেন বুলবুল, আব্দুর রউফ, রাফিউল আলম জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ