ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
‘আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: আজকের এই বিজয় দিবসে শপথ নিয়ে বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

নৌমন্ত্রী বলেন, ‘যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে তাদের কাছে আওয়ামী লীগ কখনই পরাজিত হতে পারে না।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্যা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ