ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুবি শাখা ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কুবি শাখা ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

কুবি: ১৪ ডিসেম্বর ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন পদ থেকে চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।  

বহিষ্কৃতরা হলেন-মাহমুদুল হাসান শাওন (কুবি যুগ্ম সাধারণ সম্পাদক), আহমেদ আল বুখারী (কুবি উপ-প্রচার সম্পাদক), আশরাফুল ইসলাম সৈকত (কুবি উপ-আইন বিষয়ক সম্পাদক) এবং মুনতাসির আহমেদ হৃদয় (কুবি উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক)।

জানা গেছে, ১৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগের আয়োজনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন স্বজন বরণ বিশ্বাসসহ অন্তত ১০ জন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ