ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ সরকারের আমলে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
আ’লীগ সরকারের আমলে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে মহিষামুড়া-কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তিফলক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর নির্বাচনে হারলেই বিএনপি কারচুপির অভিযোগ আনে এটি তাদের পুরানো অভ্যাস।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া-কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তিফলক উন্মোচন শেষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দল আবারো মাঠে নেমেছে, তারা জ্বালাও পোড়াও এবং পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র করবে।

তাদের কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ বরদাস্ত করবে না।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ