ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আর নেই  অহিদ উল্লাহ জসিম। ফাইল ছবি

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহ জসিম মারা গেছেন। রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ও কিডনি’র রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার চার মাস আগে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিলো।  

উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা অহিদ উল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার আগে একটি সময় সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।  

এদিকে, অহিদ উল্লাহ জসিমের মৃত্যুতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শোক প্রকাশ করেছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ