ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিগত ৯ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বিগত ৯ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মাসেতু নির্মাণ, জঙ্গি দমন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াসহ আওয়ামী লীগ সরকারের বিগত নয় বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। 

এ উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে আরও অন্তত ১০ বছর সরকার পরিচালনার সুযোগ দিতে হবে। সেজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, যোগ করেন মন্ত্রী।

 

সোমবার (১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেরি পোটল এলাকায়  নিজ বাসভবনের সামনে কাজিপুর উপজেলার ১২ ও সদর উপজেলার চার ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নৌকার বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। এখন দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময়। এ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।  

নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মোহাম্মদ নাসিম বলেন, ভারত-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ সরকারের নেই।  

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা মুখে যাই বলুক খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ