ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিকরগাছায় বোমা হামলায় আ’লীগ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ঝিকরগাছায় বোমা হামলায় আ’লীগ কর্মী নিহত

যশোর: যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের বোমা হামলায় আব্বাস মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আব্বাস স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর গ্রামে আব্বাসের নিজ বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ইতোমধ্যে যশোরের সহকারী পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।

নিহতের পরিবারের অভিযোগ, দুপুরে নিহতের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে দলীয় প্রতিপক্ষরা বাড়িতে হামলা করে। এ সময় একটি বোমায় আব্বাস মোড়ল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ