ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘তার মানসিক সমস্যা দেখা দিলো কিনা পরীক্ষা করা দরকার’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
‘তার মানসিক সমস্যা দেখা দিলো কিনা পরীক্ষা করা দরকার’ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানসিক সুস্থতার পরীক্ষা করানো দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 

শনিবার (৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার মানসিক সমস্যা দেখা দিলো কি-না, সেটাও বলতে পারছি না।

পরীক্ষা করে দেখা দরকার, তার মাথা ঠিক আছে কি-না। ’

শেখ হাসিনা বলেন, ‘নৌবাহিনীর জন্য আমরা সাবমেরিন কিনেছি। স্বাভাবিক, স্বাধীন দেশে নৌবাহিনীতে সাবমেরিন থাকবে না সেটা আবার কেমন কথা। সেই সাবমেরিন আমি কিনে দিয়েছি। এ নিয়েও নাকি খালেদা জিয়া বলেছেন যে সাবমেরিন ফুটো হয়ে গেছে, এটা পানির নিচে ডুবে গেছে। বলেছেন, উদ্বোধনের পর এটা পানির নিচে ডুবে গেছে। ’

খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাবমেরিন পানির নিচে থাকে, সেই জ্ঞানটাও তার থাকলে বুঝতাম। তিনি তো একজন আর্মি অফিসারের বউ। ... সেইটুকু বুঝবে না যে সাবমেরিন পানির নিচে যায়। ওটা ডুবে যায় না। ... এই কথা শোনার পর যারা নৌবাহিনীর সদস্য, তারা কী বলবেন, যারা সাধারণ মানুষ তারাইবা কী বলবেন। মানসিক সমস্যা-টমস্যা দেখা দিলো কি-না, সেটাও বলতে পারছি না। পরীক্ষা করে দেখা দরকার মাথা ঠিক আছে কি-না। ’

‘খালেদা শুধু একটা বিষয়ই ভালো বোঝেন— লুটপাট, অর্থ বানানো, ধ্বংস, মানুষ হত্যা— তিনি এগুলোই কেবল বোঝেন, আর কিছু বোঝেন না। ’

কয়েকদিন আগে ঢাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সরকারের পদ্মা সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে। কেউ এই পদ্মা সেতুতে উঠবেন না।  

বিএনপি প্রধানের এ কথার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। খালেদা বলেছেন, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে করা হচ্ছে। তিনি কাউকে পদ্মা সেতুতে উঠতে মানা করেছেন। আমরা দেখবো, খালেদা এবং বিএনপি নেতারা পদ্মা সেতুতে ওঠেন কি-না। ’

শেখ হাসিনা বলেন, ‘অনবরত মিথ্যা অপবাদ, অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। এরা মিথ্যা বলায় পারদর্শী। ’

খালেদা জিয়ার মাথার চুল থেকে পা অবধি সব নকল আর মিথ্যা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে রাতে সভাটি শুরু হয়। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার‌্যনির্বাহী সংসদের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮/আপডেট ২২১৭ ঘণ্টা
এসকে/এমইউএম/এইচএ/

** ‘৫ জানুয়ারির নির্বাচন কোনোভাবেই ভোটারবিহীন নয়’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ