ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি কয়েছ গাজী, আব্দুল খালিক,  সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট রাজ উদ্দিন রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, আজহার উদ্দিন জাহাঙ্গির, অ্যাডভোকেট শামসুল ইসলাম, দিবাকর ধর রাম, বেলাল খান, বদরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ