ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের দুইটি পক্ষ আলাদাভাবে এ কর্মসূচি পালন করে।

দুপুর ১টায় ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইমরান খানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বের করে।

পরে সেটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তরিকুল ইসলাম, মোস্তাকিম আহমেদ প্রমুখ।  

পরে দুপুর দেড়টায় সহ-সভাপতি সৈয়দ জুয়েমের নেতৃত্বে অপর পক্ষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া হয়ে লাইব্রেরির সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, আশরাফুল ইসলাম, গ্রন্থনা সম্পাদক খালেদ সাইফুল্লাহ ইলিয়াসসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ