ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত জনবল নিয়োগে বাধা দেওয়ার চেষ্টা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বিএনপি-জামায়াত জনবল নিয়োগে বাধা দেওয়ার চেষ্টা করছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক

লালমনিরহাট: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ভগ্ন রেলপথকে পৃথক মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০ হাজার জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিতে চেষ্টা করছে বিএনপি-জামায়াত। আইনি লড়াই শেষে রেলপথ মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটে উন্নয়ন মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এসময় বলেন, বিএনপির সময় রেললাইন বা ইঞ্জিন কোনোটাই ছিল না।

রেলের জমি বেদখলে দিয়েছে। আওয়ামী লীগ সরকার সেই ভগ্ন রেলপথকে পৃথক মন্ত্রণালয় করে অভূতপূর্ব উন্নয়ন করেছে। রেলের বেদখলীয় জমি পুনরুদ্ধার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৪৬টি প্রকল্পের কাজ চলছে। বাড়ানো হচ্ছে আন্তঃনগর ট্রেনের সংখ্যা।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলপথ সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।

লালমনিরহাটের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মাঠে তিনদিনের উন্নয়ন মেলায় ৬৭টি স্টল স্থান পেয়েছে। মেলায় প্রতিদিন বিকেলে থাকছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ