ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

৩ আ'লীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে জয়পুরহাটে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
৩ আ'লীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে জয়পুরহাটে ঝাড়ু মিছিল ৩ আ'লীগ নেতাকে অব্যাহতির প্রতিবাদে জয়পুরহাটে ঝাড়ু মিছিল

জয়পুরহাট: একাত্তরের ঘাতক এবং শান্তি কমিটির সদস্যের নাতী ও ছেলেসহ তিনজনকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সমাবেশ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে কালাই উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি ও সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীর কুশপুত্তলিকা দাহ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হালিমুল আলম জন, সদস্য রেজাউল করিম ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ প্রমুখ।  

**জয়পুরহাটে ৩ আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ