ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আ’লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার

ঢাকা: আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। 

ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সভায় সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

দলীয় সূত্র জানায়, সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর মনোনয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ