ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘অসুস্থ’ আইভী পরীক্ষার জন্য ঢাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
‘অসুস্থ’ আইভী পরীক্ষার জন্য ঢাকায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ‘অসুস্থ’ হয়ে পড়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়। আইভী প্রেসার ও হার্টের সমস্যায় ভুগছেন বলে জানা যায়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন (আরএমও) আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে মেয়র আইভীকে চার সদস্যের একটি মেডিকেল টিম চেকআপ করে। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মেয়র আইভীর ছোট ভাই আহমদ আলী রেজা উজ্জল বাংলানিউজেক জানান, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হকার ইস্যু নিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকারদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে মেয়র আইভী পায়ে আঘাত পান। আহত হন সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, হকারসহ অন্তত অর্ধশত জন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ